বিজ্ঞা্নীদের পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে মহাশুন্যে ভ্রমন ও অবস্থানের প্রবণতা বাড়বে । তখন সেখানে পর্যটকদের আনাগুনাও হবে নিয়মিত , আর তাদের আপ্যায়নের জন্য মহাশুন্যে নিশ্চয়ই অনেক হোটেল এর প্রয়োজন পরবে ।
এমন কি চাঁদ ও মঙ্গল এ বসতি গড়তে গেলেও চাই এই ধরনের ভাসমান কক্ষ বা হোটেল ।
সে লক্ষে Bigelow Expandable Activity Module নামের কর্মসুচির আওতায় বিভিন্ন পরিক্ষা নিরিক্ষা শুরু করেছে নাসা ।মহাকাশে ভা সমান কক্ষ পাঠানোর ব্যাপারটি সেই উদ্যোগ এর এক গুরুত্বপুর্ণ ধাপ ।
Charles Bolden Administrator of NASA |
নাসার প্রশাসক Charlie Bolden বলছেন "এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইন্টারন্যাশনাল স্পেস ষ্টেশনের চেহারাই পাল্টে যাবে " । আর সেখানে তৈরি হবে বহু লোকের থাকার পরিবেশ । ভবিষ্যতে হয়ত আপনিও পারবেন চাঁদ অথবা মঙ্গল এ বাড়ি কিনতে ।
RECOMMENDED ARTICLE
আমরা
সবাই কমবেশি অনেক ধরনের লাইটের সাথে পরিচিত। ঘরে, অফিসে, রাস্তা ঘাটে সব
জায়গায়ই অনেক ধরনের লাইট ব্যবহার হতে দেখি। কিন্তু মোশন সেন্সর লাইটটি
সম্পর্কে আমরা অনেকেই পরিচিত না। তাই প্রথমেই আমরা মোশন সেন্সর লাইট
সম্পর্কে পরিচিত হয়ে নেই ...।
No comments:
Post a Comment
Thank You for your Structural Comment||