World Technology

তরুণরা গড়বে নতুন দেশ ডিজিটাল হবে বাংলাদেশ
Responsive Ads Here

Tuesday, 12 December 2017

উত্তাল বিশ্ব সংকটে ফিলিস্তিন


আজ বিশ্ব এমন এক সংকটময় সময় অতিবাহিত করছে এবং সারা বিশ্ব জুরে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে । বিশ্ব এখন নেতৃত্বের শূন্যতা অনুভব করছে। ঠিক এই মুহূর্তে আমার মনে হয় এমন এক শাসকের কথা যিনি পুরো ষাটের দশক জুড়ে সারাবিশ্বকে কাঁপিয়ে জার্মানি শাসন করেছিলেন । যার কথা বলছি তিনি আরকেউ নন তিনি হচ্ছেন জার্মানির প্রেসিডেন্ট এডলফ হিটলার, যিনি পৃথিবীতে অশান্তি সৃষ্টি করার দায়ে পৃথিবীতেকে ইহুদীদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার জীবদ্দশায় ৬০ লক্ষ ইহুদীদের তিনি হত্যা করেছিলেন । একুশ শতকে এসে পুরো মধ্যপ্রাচ্য হিটলারের মত একজন শাসকের প্রয়োজনীয়তা অবশ্যম্বাবী হয়ে পরেছে , যিনি আরেকবার সন্ত্রাসী রাষ্ট ইসরাইলের ইহুদীদের হত্যা করে ফিলিস্তিনের মুসলমানদেরকে অত্যাচারী ইহুদিদের কাছ তেকে মুক্ত করবে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গুরুত্তপূরণ ভুমিকা পালন করবে ।
অশেষ ভালবাসা রইল হিটলার তোমার জন্য তুমি এক অনুকরণীয় দৃষ্টান্ত ।

No comments:

Post a Comment

Thank You for your Structural Comment||