স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে এবার মহাকাশে বাংলাদেশের অবস্থান নিশ্চিত হল। এই স্যাটেলাইটের মাধ্যমে দেশের কয়েকশ কোটি টাকা সাশ্রয় হবে পাশা পাশি ফ্রিকোয়েন্সি ভাড়াদিয়ে প্রতি বছর কয়েকশত কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এমন একটি সাহসী ওঁ যোগোপযোগী কাজ করার জন্য। এর মাধ্যমে বাংলাদেশ ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল।
উল্লেখ্য বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০ টি ট্রান্সপোন্ডার রয়েছে যার মধ্যে ২টি ট্রান্সপোন্ডার আগেতেকেই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বরাদ্ধ রাখা হয়েছে আর বাকি গুলো দেশে বিদেশে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা দানের কাজ করবে ।
বঙ্গবন্ধু স্যাটেলাইট - ০১ দেশের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট।
স্যাটেলাইটটি মহাকাশে কার্যকর তাকবে ১৫ বছর পৃথিবী তেকে ৩৬ হাজার কিলোমিটার দূরের ১১৯.১ ডিগ্রি দ্রাঘীমায় অবস্থান করবে যার আওতা হবে ইন্দোনেশিয়া তেকে তাজাকিস্তান পর্যন্ত তবে মধেপ্রাচ্ছ এর আওতায় তাকবেনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এমন একটি সাহসী ওঁ যোগোপযোগী কাজ করার জন্য। এর মাধ্যমে বাংলাদেশ ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল।
উল্লেখ্য বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০ টি ট্রান্সপোন্ডার রয়েছে যার মধ্যে ২টি ট্রান্সপোন্ডার আগেতেকেই বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বরাদ্ধ রাখা হয়েছে আর বাকি গুলো দেশে বিদেশে টেলিযোগাযোগ এবং ইন্টারনেট সেবা দানের কাজ করবে ।
বঙ্গবন্ধু স্যাটেলাইট - ০১ দেশের প্রথম বাণিজ্যিক স্যাটেলাইট।
স্যাটেলাইটটি মহাকাশে কার্যকর তাকবে ১৫ বছর পৃথিবী তেকে ৩৬ হাজার কিলোমিটার দূরের ১১৯.১ ডিগ্রি দ্রাঘীমায় অবস্থান করবে যার আওতা হবে ইন্দোনেশিয়া তেকে তাজাকিস্তান পর্যন্ত তবে মধেপ্রাচ্ছ এর আওতায় তাকবেনা।
No comments:
Post a Comment
Thank You for your Structural Comment||